Skip to content

২রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জলের পথ

শুষ্কতার চাদরে অতি রুক্ষ তেপান্তরে
হাঁটতে দেখেছি কত না পথিককে। 
নিমিষে ধুলোর সাগর তুচ্ছজ্ঞান করে
পথিক পাড়ি দেয় দুর্গম মরুভূমি। 

 

আছাড় খেতে খেতে ছুঁয়ে দেয় পাহাড় চূড়া
শ্বাপদসংকুলে পরিপূর্ণ অরণ্য পেরিয়ে সাপ আর বিচ্ছুর গুহাকে তাচ্ছিল্য করে
মানুষখেকো বৃক্ষকে পরাজিত করে
দুর্মর পথিক ছিনিয়ে আনে ঔষধি তুকতাক।

 

আছড়ে পড়া ঢেউয়ের সাথে লড়াই করে
ঘর বাঁধে বিচ্ছিন্ন দ্বীপে
তিল তিল করে গড়ে তোলে লোকালয়।
হে আধুনিক পথিক-
দুর্বার পথিকের উত্তরসূরি হয়েও
আজ যৎসামান্য জলের পথ পাড়ি দিতে বড্ড দিশেহারা!

 

নেই জয়ের নেশা, নেই ছুটে চলার ঝোঁক
ননীর পুতুল হয়ে বেঁচে থাকা জীবনকে
জীবন বলাই অনর্থক।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ