Skip to content

৯ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শৈশবের পদ চিহ্ন

দোয়েলের গান কানে এসে শুনায় যেখানে 
জেগে উঠার গান সেখানে দেখেছি আমি।  
সবুজের গা ঘেঁষে শুভ্র কুয়াশার আচল 
হাত বাড়িয়ে রয়, সোনালী রোদের পরশ পেতে। 

স্নিগ্ধ শিশির চরণ চুমে রাখালের পায়,
আমি সেখানেই যাব। 
আমি সেখানেই যাব, যেথায় আম্র-মুকুলের ঘ্রাণে ঘ্রাণে আপ্লুত হৃদয়, 
ফাগুনের হাওয়ায় হাওয়ায় নেচে উঠে কৃষ্ণচূড়ার ডাল,
কোকিলের কণ্ঠে বেজেউঠে প্রণয়ের আবেদন,
চাঁদনী রাতে পুকুরের জলে আসে  চাঁদ,
লহরের গা ঘেঁষে খেলা করে নিশীথের বাতাস,  
দূর হতে ভেসে আসে শিয়ালের ডাক,
করুণ সুরে কাকে যেন খুঁজে নিশাচর কোন এক পাখি,
আমি সেখানেই যাব। 

নগ্ন পায়ে গ্রাম্য যুবকের দল যেখানে কাটিতেছে সাতার চৈতী দুপুরভর,
হিজলের মালা খোপায় গেঁথে
হেসে হেসে বেড়ায় পল্লীবালিকারা
আমি যাব, সেখানেই যাব
সোনলী শৈশব যেখানে হামাগুড়ি খায় কোমল মাটির গাঁয়।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ