Skip to content

৩রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রীতদাসী

ক্রীতদাসী হয়ে থাকবো না
তোমার ঘরেতে আর এক মুহূর্ত!
রাতের আধারে নিয়ম না মেনে 
যে-হাতে স্পর্শ করেছো।
বহুবার নিষেধ করার পরেও
পারিনি তোমায় থামাতে। 

 

কাঁপা কাঁপা কণ্ঠে বলেছিলাম তোমায়। 
আজকের পর ছেড়ে যাবে নাতো আমায়। 
বজ্রকন্ঠে বলেছিলে তুমি
ভালোতো বেসেছি তোমাকে , 
চাইনা আর নতুন করে
অন্য কারো হাত ধরতে। 

 

সেই তুমি রাতের আঁধার কাটতে না কাটতেই 
ভোরের প্রথম আলোতে , 
পাষাণ হৃদয়ে তুমি ভুলেছো আমায় । 
সামাজিক অধিকার চেয়েছি বলে
মুখের উপর বলেছো তুমি,  
তোমার মত মেয়েদের নিয়ে
শুধু আনন্দ করা যায়  
সংসার করা যায়না, এই সমাজের তরে। 

 

এখনও বুকের মাঝে
তোমার নখের আঁচর ফুঁটে আছে, 
রক্তের দাগ লেগে আছে জামাটার গায়। 
ক্রীতদাসীর মতো করেছ আচরণ!  
আমার অসহায় জীবন টাকে নিয়ে 
খেলেছো খেলা, নীরবে সবার অজান্তে 
সমাজের অগোচরে। 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ