Skip to content

৮ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা!

কবিতা! তোমাকে ধ্যান জ্ঞানে অকুণ্ঠ ডুব দিয়েছি ঠিক তোমার মাঝে,
বিশ্বাস করো, এভাবে কাউকে কখনো ভালবাসতে পারিনি। 
আমার সমগ্র অস্তিত্বের অভয়ারণ্যে প্রতিক্ষণ তোমার বিচরণ, 
তোমার মাঝে হারিয়ে যাই সময় অসময়ে ইচ্ছায় অনিচ্ছায়।  

 

কবিতা! তুমি কি বুঝতে পারো আমার এলোমেলো অব্যক্ত কথাগুলো?
অনুভব করতে পারো আমার ভালোবাসার গভীরতা কতটা? 
দীর্ঘশ্বাসের ভারি বাতাসে ভাসা হৃদয় পোড়া গন্ধটা কি পাও?
আবেগ অনুভূতির আর শিহরণ কখনো তোমার স্পর্শ জাগায়?

 

কবিতা! যেভাবেই নাও তুমি হিসাবের খাতায়, তবে জেনে রেখো-
আমার সুখ-দুঃখ, হাসি-কান্না, ভাঙা-গড়া শুধুই তোমাকে জুড়ে,
কখনো কোনো ক্ষণে যদি বিমুখ হও, শূন্য হবো অন্তর পুড়ে।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ