সাক্ষী দেয় ইতিহাস
ঔদ্ধত্য দাম্ভিকতা ও পেশিশক্তির বিজ্ঞাপন!
প্রেষণা, প্রণোদনা সঙ্গে প্রতারণার প্রজ্ঞাপন।
চুষে খাওয়া রক্তে সাজানো আপন নিবাস!
নিঃস্ব হয় দুঃখী, অর্পণ করে কষ্টের নির্যাস।
কর্তৃপক্ষ নিয়মের জালে আঁটে যতটা ফন্দি,
নির্বোধরা হতাশার শেকলে হয় জীবন বন্দী।
বাজেয়াপ্ত জামানতে ভাগ্যটা খুঁজে নিতে হয়,
সাক্ষী দেয় ইতিহাস, অতঃপর নষ্টদের জয়।