Skip to content

৩রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মানব ঘুড়ি

টাকা নাই যার ভবে দুখ তার
নকল জগত রীতি,
তবুও মানুষ ছেড়ে সব হুঁশ 
ধরলো নষ্ট নীতি।

 

সত্য ধরেনা মিথ্যা ছাড়েনা
স্বপ্ন শুধুই টাকা,
সুখের আশায় শান্তি খাঁচায়
সততা পড়েছে ঢাকা।

 

দামি বাড়ি গাড়ি সুন্দরী নারী
টাকার পাহাড় সনে,
সব হলে মোর কেটে যাবে ঘোর
রঙিন বাসনা মনে।

 

পদের খোলসে জাতের লেবাসে
করছে পুকুর চুরি,
হেন কাজ নাই সব করে তাই
উড়ায়ে মানব ঘুড়ি।

 

লোভ ছাড়ো ভাই তবে পাবে ঠাঁই
দম ফুরালেই মরা,
ইতিহাসে পাই কেউ বেঁচে নাই
মরণে সবাই ধরা।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ