জলের ভয়ে জলচর
ঝমঝমিয়ে বৃষ্টি এলো
ভিজল কোলা ব্যাঙ
তাই-না দেখে ভীষণ খুশি
মৎস্য রাজার গ্যাং।
মাছেরা সব ঠাট্টা করে
নিয়ে আসে ছাতা
আর যেন না ভিজতে পারে
কোলা ব্যাঙের মাথা।
চারিদিকে সর্দি জ্বরের
পরে গেছে ধুম
এই-না দেখে ব্যাঙের মায়ের
দু'চোখে নাই ঘুম।
জলে ভরা শহর দেখে
ভাবে মাছের রাজা
নৌকা ছাড়া কেমন করে
চলবে আমার প্রজা।