Skip to content

২রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারী

আমরা নারীকে বন্দি করেছি
বিয়ে বিয়ে খেলা সন্ধি করেছি
ভোগের হাজার ফন্দি করেছি
নারী দেহ কাম গন্ধী করেছি।

 

নারীর জন্য শরম করেছি
জুজু ভয়ে মন নরম করেছি
যেকোনো শাস্তি চরম করেছি
রাত্রে শয্যা গরম করেছি।

 

নারীর ইচ্ছা তুচ্ছ করেছি
আবেগে গোলাপ গুচ্ছ করেছি
সোহাগী ময়ূর পুচ্ছ করেছি
রক্ত মাংস চুচ্ছ করেছি।

 

নারীর শক্তি হরণ করেছি
কি ভীষণ সহমরণ করেছি
শেকল বন্দি চরণ করেছি
দেবদাসী রূপে বরণ করেছি।

 

আমরা নারীকে যেমন গড়েছি
বিধান যেমন রচনা করেছি
তত্তে¡-তথ্যে তেমন পড়েছি
নারীকে মেরেছি, নিজেও মরেছি।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ