মা
মায়ের কথা বলবো কি
মা পৃথিবীর সেরা
গানের পাখি প্রাণের পাখি
মা-তেই আত্মহারা।
সব ভুলে যাই মা ভুলিনা
প্রাণের পরশ মেলা
শান্তি সুখের সেই ছোঁয়াতে
ভুলতে পারি খেলা।
মায়ের মতন এই ভুবনে
আর কি আছে কেউ
ফুলের চেয়েও পবিত্র মুখ
সুখ সাগরের ঢেউ।
কানা হউক খোঁড়া হউক
সব সন্তান সমান
মায়ের কাছে আমরা সবাই
সাত রাজার ছামান।
সেই মা-কে কেউ দিও না
একটু খানি দুখ
সেই মায়েরই পায়ের তলায়
জেনো তোমার সুখ।