মগের মুল্লুক
খেলায় যেজন প্রতিযোগী
সে হয় নাকি রেফারী?
গাছেরটা খায় তলাও কুড়ায়
বুঝি নাতো ব্যাপারই!
বিচার মানে তালগাছও চায়
দাবী দাওয়া মন্দ না,
মামাবাড়ির এই আবদারের
করবে না কেউ বন্দনা!
গায়ের জোরে পার পেতে চায়
ধার ধারে না কিচ্ছুতে,
সুযোগ পেলে পরিণত
হয় ভয়ানক বিচ্ছুতে।