হুতোম পেঁচা
পাতার ফাঁকে হুতোমপেঁচা
রোজ নিশিতে ডাকে,
খোকা ভয়ে জড়োসড়ো
চোখটা বুঁজে থাকে।
পেঁচার দু'চোখ ইয়া বড়ো
আগুন রঙে জ্বলে,
দারুণ ভয়ে তাকায় খোকা
খানিক দেখার ছলে।
তাই না দেখে হুতোমপেঁচা
মিটমিটিয়ে হাসে,
পাতার ফাঁকে আলোর ঝিলিক
চাঁদের বুড়ি পাশে।
খোকা ভোরে মা'কে শুধায়,
কোথায় গেল পেঁচা?
– গোমড়ামুখো মানুষ যারা
তাদের কাছে বেচা।'