Skip to content

বিলুপ্ত পালের নাও

সময়ের স্রোতে আজ
হয়েছে বিলীন 
পাল তোলা নাও হীন 
তিতাস মলিন। 

 

শেষ রাতে দাঁড় টানা 
ক্যাঁচক্যাঁচ ধ্বনি 
মাঝে মাঝে নিভৃতে  
কান পেতে শুনি। 

 

ঘুম ভেঙে চেয়ে দেখি 
নাও হীন নদী
তারে আজ খুঁজি মোরা 
খুঁজি নিরবধি। 

 

যন্ত্রের ডামাডোলে 
হারিয়েছে পাল
গুণ টানা নৌকার
ইঞ্জিন কাল।

 

হারিয়েছে দাঁড় 
সাথে হারিয়েছে মাঝি
ভাটিয়ালি গানে আর
কেউ নাহি রাজি।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ