Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

অনন্য মুজিব

মুজিব সবার প্রাণে প্রাণে নিত্য করেন বসবাস,
গল্প, ছড়া, কাব্য, গানে মুজিব প্রেমের হয় যে চাষ।
লাল-সবুজের পতাকাতে মুজিব থাকেন জড়িয়ে,
টেকনাফ থেকে তেতুলিয়ায় কোটি মুজিব ছড়িয়ে।

 

মুজিব থাকেন ফুলে-ফলে, আকাশ-বাতাস ছাড়িয়ে,
নৌকা, নদী, জলের থেকে যান না কোথাও হারিয়ে।
মুজিব থাকেন তেজোদৃপ্ত অগ্নিঝরা ভাষণে,
সোনার দেশে তাঁর ছোঁয়া রয় ন্যায়-নীতিবান শাসনে।

 

স্বাধীনতার ঘোষক মুজিব হাজার যুগের শ্রেষ্ঠ বীর,
জাতির পিতার জন্যে সবার বিশ্বে হল উচ্চ শির।
বাংলাদেশের যেদিক তাকাও মুজিব পাবে সবখানে,
মুজিব হলেন মহান নেতা, তাঁকেই পেতে মন টানে।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ