Skip to content

৮ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রবি এক বৃক্ষের নাম

তুমি জাগিয়েছ প্রাণে
নতুন ভোরে নতুন গানে
খুলিতে মোর আঁখি,
তুমি শুনিয়েছো সুরে
শিউলি ঝরা সে ভোরে
ডাকিছে পিউপাখি।

 

তুমি দেখিয়েছো ফুলে
মধু খেয়ে অলি দুলে
সাজানো সে বাগে,
কিভাবে ভুলিয়া সে মান
গাহিতে হয় প্রেমের গান
গভীর অনুরাগে!

 

তুমি শিখায়েছো মায়া
খরারোদে শীতল ছায়া
মানুষও বৃক্ষ হয়!

সব সহে নিরালে বসে
বীজ বুনিছো জমি চষে
ঘোষিলে বৃক্ষের জয়।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ