ইলিশ ধরা শুরু মোঃ আতিকুর রহমান প্রকাশ: ৪ আগস্ট ২০২১, ০৪:০৮ পিএম দুই-দুটি মাস বিরতি দিয়ে ইলিশ ধরা শুরু অনেক ইলিশ পরছে ধরা খুশি জেলে নুরু। নুরু জানায় এবার ইলিশ পারবে খেতে হবে অন্যবারের তুলনায় যে মূল্যটা কম রবে। আমাদেরও দূর হবে ভাই অভাবের ওই ঘানি প্রতিবছর ধরবো যে মাছ নিয়মকানুন মানি। Share