Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

পৃথিবী, তুমি আবারও হাসবে

পৃথিবী জুড়ে আজ ভয়ানক ক্রান্তিকাল,
পৃথিবীর আকাশে বাতাসে অদৃশ্য এক অণুজীব।
এ প্রান্ত থেকে ও প্রান্তের সবটুকু জুড়ে বইছে বিষাক্ত বাতাস। 
পৃথিবী জুড়ে চলছে শোকের মাতম।

 

আকাশ বাতাস ভারী হচ্ছে স্বজন হারানো আর্তনাদে,
কিছুতেই যেন থামছে না মৃত্যুর মিছিল।
মৃত্যুর এই ক্রমযোজিত হিসাব রাখতে রাখতে সবাই আজ বেশ ক্লান্ত। 
মায়ার হাতগুলো বড্ড অবেলায় সুদূরে হারিয়ে যাচ্ছে। 

 

পরিত্রাণ পাওয়ার জন্য চলছে নিরন্তর প্রার্থনা ও গবেষণা। 
চারপাশে তাকিয়ে দেখি শুধু কান্না আর কান্না।
এতো মৃত্যু এতো শূন্যতা তোমার বুকে আর নামেনি কখনো।
তবুও খুব করে চাইছি, পৃথিবী তুমি আবারও হাসবে। 

 

কেটে যাবে এ ঘোর অমানিশা 
আবারও আসবে নতুন এক ভোর,
ভোরের আলোয় উদ্ভাসিত হয়ে তুমি হাসবে,
হাসবে মাঠ,ঘাট, প্রান্তর, সবুজ অরণ্য। 

 

সবুজ অরণ্যে পাখির কলতানে মুখরিত হবে,
অন্তহীন প্রাণের স্পন্দন। 
প্রস্ফুটিত পুষ্পরাশি সুবাস ছড়িয়ে যাবে প্রাণে প্রাণে।
পৃথিবী, তোমার দুঃখ ঘুচে যাবে,তুমি আবারও হাসবে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ