Skip to content

৬ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমার এক পৃথিবীর স্বপ্ন

একদিন হঠাৎ ঝুম বৃষ্টি নামবে 
মেইন রাস্তার পাশের সাইড রাস্তা ধরে ছাতা ছাড়াই হাঁটবো আমরা
বরাবরের মত ভেজা রাস্তায় শাঁ শাঁ করে চলবে গাড়ি,
তুমি, আমি হাতে হাত রেখে হাঁটবো পাশাপাশি
চারিদিকে সবাই দেখবে, কিন্তু আমরা কাউকেই দেখবো না। 
ভাবব তুমি, আমি ছাড়া আর কেউ নেই। ওরা বলবে, "এরা পাগল নাকি!"

 

একদিন ভরা জোছনার সঙ্গী হব আমরা,
চারিদিকে ঝিঁঝিঁপোকা ডাকবে, 
কিছু জোনাকি পোকা মিটিমিটি আলো দিয়ে যাবে
চারিদিকে বাকি সব নিস্তব্ধ। আমাদের গল্পের সঙ্গী হবে ধোঁয়া ওড়া দুই কাপ চা।

 

তোমার শাপলাফুল ভীষণ পছন্দ।
কোন একদিন তোমাকে নিয়ে শাপলার বিলে যাব
তুমি নৌকায় বসে থাকবে, আমি একটার পর একটা শাপলা তুলে যাবো
তুমি প্রাণভরে তাকিয়ে থাকবে।
আমি আনমনে একটা শাপলা ফুল তোমার খোপায় গুজে দেবো। 

 

রাতভর কথা হবে আমাদের
তুমি প্রাণ ভরে তোমার কথা গুলো বলবে 
তোমাকে বলারও অনেক গল্প আছে আমার 
গল্প বলতে বলতে রাত শেষ হয়ে যাবে 
তবু আমাদের গল্প ফুরাবে না 
ফজরের আযান শুনে বুঝবো, রাত শেষ হয়ে গেছে।

 

একদিন সারা দুপুর হাঁটবো আমরা
বিকেল গড়িয়ে গেলে ক্লান্ত সূর্যের ন্যায় আমরা ক্লান্ত হবো 
তারপর একটা রিক্সা নিয়ে ঘুরবো চেনা অচেনা সব রাস্তার গলি
ঠিক সাঁঝের বেলা পার্কে বসে আরো কথা বলে যাব, না বলা সে সব কথা।

 

তোমাকে নিয়ে আরো হাজার স্বপ্ন আমার 
তোমাকে নিয়ে এক পৃথিবী পরিকল্পনা 
তোমাকে নিয়ে শত জনম একসাথে থাকার পরম ইচ্ছা
তোমাকে আমার করার, তোমাতে হারিয়ে যাওয়ার,
তোমার মাঝে বিলীন হওয়ার ,আরও কত শত ইচ্ছা
তুমি, আমি, আমাদের নিয়ে।

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ