সময়ের যত্ন
মনে মনে যা করেছ পণ
তা করো আগে পূরণ।
এখন না পরে করি
এই কথাটা দূরে রাখি।
কাজ শেষ করব আগে
আয়েশ করব পরে।
এই যদি কর সব খানে
সফলতা আসবে তবে ঘরে।
সময়কে কর যদি সঠিক যত্ন
সময় তোমায় করে দিবে রত্ন।
সময়কে যদি না কর নষ্ট
তুমিই হবে একদিন শ্রেষ্ঠ।
সময় এগিয়ে গেলো দুই কদম
তুমি গেলে এক কদম
এক কদম পিছিয়ে গেলে
পাবে নাকো আর ফিরে।
সময়ের সাথে থাকো আটকে
পড় নাকো তার গতি থেকে ছিটকে।