Skip to content

৫ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাত বদলের রাত

রাতের আঁধারে জোছনার ক্ষুধা
শীতের ভেতর মায়া,
হাত বদলের অপরিচিত রাতে
ক্ষুধার্ত কামনার ছায়া।

 

হামাগুড়ি দেয় তুলতুলে শরীর
পেটে ক্ষুধার তাড়না, 
পাষাণ বুকে খোলসের আড়ালে
নির্মোহ উত্তেজনা।

 

লোপাট হয়েছে মূলধন তবুও
আঁকড়ে ধরছে সুদ,
পরের মিছিলে সামিল হওয়ার
উদগ্র বাসনায় বুদ।

 

নিঃস্ব হয়েছে ডাকাতির ছোবলে 
করেনা তবু খেয়াল,
নিঃশব্দে বইছে নিঃসঙ্গ বেদনা
সাক্ষী থাকে দেয়াল।

 

নতুন মোড়কে আনন্দ খোঁজে
ক্ষুধার্ত শকুনের দল,
আঁধারের কোলে হেলানো মাথা
চোখে ব্যথার জল।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ