Skip to content

১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিপক্ষীয় চুক্তি

তারাদের সাথে চুক্তি হয়েছে আমার আজ
সময় : রাত একটা পঞ্চান্ন মিনিট ।
আমি অলিখিতভাবে আমার ম্যাগনা কার্টা সাবমিট করেছি আকাশ বরাবর, 
তারারাও কিছু ধারা- উপধারায় শর্ত দিয়েছে বাতাসকে মাধ্যম করে।

 

তারাদেরকে আমার পরিকল্পনার কথা জানিয়েছি।
ক্রয় করার সাধ্য আমার নেই জেনে- 
তারারা তাদের মাঝে আমাকে পাচঁ ফুট জায়গা দিয়েছে,
সেখানে আমি স্থায়ী বসতি করব।

 

চাকচিক্যময় এই নগরের সাথে সেখানে কোন সরাসরি যোগাযোগ নেই,
একমাত্র যোগাযোগ মাধ্যম- ক্ষীণ দৃষ্টি আর অস্পষ্ট অনুভূতি।
একবার ভেবেছিলাম, আমার একাকীত্ব লাগবে,
তারপর অনুধাবন করলাম, একাকীত্ব তো আমারই সঙ্গী।

নতুন করে আমাকে আটকাতে পারবেনা।

 

মনুষ্য কোলাহল ছেড়ে আলোকবর্ষ দূরে বসতি করাই উত্তম বটে।
সেখানে কোন চাওয়া থাকবে না, পাওয়া থাকবে না, রাগ থাকবে না,

 

প্রিয় জন থাকবেনা। 
শুধু থাকবে অলিখিত কোন এক অকস্মাৎ দৃষ্টি।
আমি মৌন সম্মতি দিয়েছি এই চুক্তিতে।

 

স্বাক্ষরও করেছে স্পষ্ট অক্ষরে,
কোন একদিন, বাদ জানাজা, আমাদের দ্বিপক্ষীয় চুক্তি কার্যকর হবে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ