Skip to content

৫ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রিয় জন্মভূমি

সকালবেলা পূর্বাকাশে
রক্তরাঙা সূর্য হাসে,
রাতের বেলা রূপালী চাঁদ
জোছনা দিতে ভালোবাসে।

 

নদীর ধারা বইছে কত
মাছের খেলা চলছে শত,
জেলে-মাঝি নৌকা-জালে
মগ্ন জলে অবিরত।

 

গাছে গাছে ফুলে-ফলে
মৌমাছিরা ছুটে চলে,
মাঠে মাঠে সোনার ফসল
জীবন জয়ের গল্প বলে।

 

সকল দেশের সেরা তুমি
রূপের রানী জন্মভূমি,
থাকবো বেঁচে যতদিনই
যাবো তোমার চরণ চুমি।

 

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ