মেঘ তারে বল
মেঘ তারে বল আমি তো গৃহে বন্দি
মেঘ তোমার তো কোন লকডাউন নেই
তুমি তারে বল আমি কোয়ারান্টাইনে
লকডাউনে দেহ বন্দি মন অস্থির ছুটে চলছে বিরামহীন
মেঘ তারে বল আমি ভেসে আসছি বাতাসে বাতাসে।
মেঘ তুমি বল,আমি কেন তোমার মত মেঘ হলাম না?
তাহলে তো আমার কোন লকডাউন, কোয়ারান্টাইন নিতে হত না!
মেঘ তুমি আমার সংবাদ নিয়ে যাও
লকডাউন উঠে গেলে আমাদের দেখা হবে
পাহাড়ের পাদদেশে যেখানে সবুজ বনানী আর ডাউকি নদীর পাড়ে।
মন কেবল ছুটে যায় গহীন অরণ্যে।
মেঘ তারে বল লকডাউন উঠে গেলে আবার দেখা হবে।