Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

 সজিনা পাতার যত উপকারিতা 

ত্বকের সমস্যায় ভোগেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তবে সব থেকে বিরক্তিকর সমস্যা হচ্ছে মুখের ব্রণ ও বলিরেখা। এগুলো ত্বকের বারোটা বাজানোর সঙ্গে সঙ্গে সৌন্দর্যেরও ব্যাঘাত ঘটায়।

 

তবে এই সমস্যার একমাত্র সমাধান সজনে পাতা। সজনে ডাঁটার পুষ্টিগুণ সম্পর্কে সবারই জানা। কিন্তু ত্বকের যত্নেও সজনের গুণ সম্পর্কে অনেকেরই অজানা। চলুন তবে জেনে নেয়া যাক ত্বকের যত্নে সজনে পাতার ব্যবহার সম্পর্কে-

 

ত্বকের যত্নে সজনে পাতার উপকারিতা:

 

সজিনায় সম্প্রতি আবিষ্কার হওয়া সাইটোকিনিন (উদ্ভিদ হরমোন যা কোষের বিভাজন, বৃদ্ধি এবং কোষের বার্ধক্য বিলম্বিত করে) রয়েছে। আর সর্বাধিক শক্তিশালী সাইটোকিনিন (cytokinin) হ'ল জিটিন (Zeatin)। জিটিন, সজিনা পাতার অন্যতম যৌগ, যা শক্তিশালী এন্টি-এইজিং বৈশিষ্ট্যযুক্ত একটি সুপ্রিম অ্যান্টি-অক্সিড্যান্ট। এই উপাদান প্রাকৃতিকভাবে শরীরের/ ত্বকের ক্ষুদ্র কোষগুলি সংরক্ষণে ভূমিকা রাখে, সতেজ ত্বক বজায় রাখতে এবং ম্যাক্রোমোলিকুলার কোষের ক্ষতি রোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমাদের সৌন্দর্য চর্চার প্রোডাক্টের গুণগান গাই-

 

রূপচর্চায় ‘সজিনা-হলুদ-নিম’ ফেসপ্যাক ও স্কিন কেয়ার পাউডার:

এই ফেসপ্যাকের সাথে মধু এবং টকদই মিশিয়ে মুখে মাস্ক হিসাবে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। তারপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক নিয়মিত ব্যবহার করলে ত্বকের যে পরিবর্তন ঘটে
-ত্বকের তৈলাক্তভাব দুর করে।
-ত্বকের কুঁচকানো ভাব ও বলিরেখা দুর করে।
-চর্মরোগ দুর করে।
-ত্বকের সংক্রমণ ও ব্যাকটেরিয়া দুর করে।
-ত্বকের মরা কোষ দুর করে।
-ত্বক করে তোলে মোলায়েম ও উজ্জ্বল।
-ত্বকের বার্ধক্য দুর করে।

মাথার ত্বকের সুরক্ষায় ‘সজিনা-হলুদ-নিম’ মিশ্রণের ব্যবহার: 

দুই চামচ মিশ্রণে সমপরিমাণ লবণ মিশিয়ে নিন। গোসলের সময় মাথা ভিজিয়ে নিয়ে সরাসরি এই মিশ্রণ মাথার ত্বকে লাগান এবং পাঁচ মিনিট মাথার ত্বকে ঘষুন, এরপর শ্যাম্পু করে মাথা ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে:
-মাথার মরা ত্বক দুর হয়।
-মাথার ত্বকের সংক্রমণ ও ফাংগাল আক্রমণ দুর হয়।
-চুলের গোঁড়া পরিষ্কার হয়।
-চুলের উজ্জ্বলতা বাড়ে।

 

এছাড়া যাদের ইনসোমেনিয়া (ঘুমের) এবং মাসিকজনিত সমস্যা আছে তারা রোজ রাতে সজিনা এবং তুলসী পাতার চা তৈরি করে পান করলে মাসিক নিয়মিত হবে এবং ভালো ঘুম হবে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ