মাগো তুমি কেমন আছো
মাগো তুমি কোথায় আছো কেমন আছো
জানতে ইচ্ছে করে
আমার মতো দিবানিশি তোমারও কি
আমায় মনে পড়ে?
তোমারও কি ঘুমের ঘরে প্রায়শই
স্বপ্নে আমি আসি?
আমিতো প্রায় রোজই দেখি তোমার ঐ
মায়া মাখা হাসি।
আমার মতো তোমারও কি আমায় ভেবে
চোখে অশ্রু ঝরে?
আমি মাগো নিত্য তোমায় খুঁজে ভাসি
বিষাদ শোক সাগরে।
এখনতো মা নেয় না কেউ খুঁজ কেমন আছি
কি-বা আমি করি
ঘরে ফিরতে রাত্রি হলে কেউ বলে না-
কেন এতো দেরি?
জানো কি মা? তোমার ময়নার মেয়ে হয়েছে
আলোয় আলো করে
সে যে নতুন বোল শিখেছে- নানু নানু
ডাক যে শুধু পারে।
জানিনা মা কেমন আছো কোথায় আছো
কি-বা কর তুমি?
দোয়া করি মাগো তোমায় জান্নাতবাসী
করুক অন্তর্যামী।