Skip to content

৬ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুঝেনা প্রিয়

সুখভেজা দিন বুঝে না পাথর ভাঙার ঘামের গীত
বেদনার ঝড়ে হৃদয়ের ক্ষত চিহ্ন হিসাব
পাশ কেটে মেঘে মেঘে ভেসে দিক্বিদিক
মিশে যায় শূন্যতায় নির্জীব।

 

কষ্টের কৃষ্ণ বাঁশির সুর বাজে করুণ
হৃদয়ের সবুজ গালিচায় ধুলো শিহরণ ঝড়
পাথর চাঁপা বেদন
বুকে তোলপাড়
উড়ে নৈঃশব্দ্যের মলিন নিশান।

 

কাশফুল বনে বিকেলের আমেজ ছোঁয়ায়
গেয়ে যায় প্রিয়, যৌবনের গান উড়ায়ে প্রণয় ড্রোন
হদয়ে অস্তিত্ব রাঙা ভোর
দখিনা হাওয়ায় ডুবে রঙিলা সাজে
বুঝেনা অর্থ প্রিয়, কষ্টের কৃষ্ণ বাঁশির সুর।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ