চোখের জলে আকাশ দেখি
নির্ঘুম রাত আর উদাসীন চোখ
কালের স্রোতে ভাসে জীবনখেয়া।
বৈঠা আর লগিতে কত বাওয়া যায়?
বিষাদের ঠোঁটে দিই চুমুক হেমলকের পেয়ালায়।
চোখ কাঁদার আগে কেঁদে উঠে মন
এই কাঁদন বলো শুনবি কোন জন?
আমি এখন চোখের জলে আকাশ দেখি
সেও কাঁদে আমার মতন।
ভেজে যায় বুক আর ভেজে যায় মাটি।
বৈকালিক প্রহর জানে
মনের অলিন্দে কে করে পায়চারি।
শূন্যতার কাছে গিয়ে আজকাল
পূর্ণতার দাবি করি।
ব্যর্থতার খবর শুনে
চোখের জলে আকাশ দেখি।