কেন এতটা অচেনা মনে হয়?
এখনো বিবাগী মন
প্রছন্ন হয় তোমার ভাবনায়-
কেন যে হয় জানি না।
আর কোন চাওয়া-পাওয়া নেই
নেই কোন অভিযোগ-অনুযোগ
কিংবা রাগ-অনুরাগ।
এখনো আকাশে মেঘ করে বৃষ্টি হয়
শুধু আমি বৃষ্টিতে ভিজি না
অথবা বৃষ্টি আমার নাগাল পায় না।
জীবন নৌকায় একটা কালো পাল তুলে
প্রতিকূলে ঢেউ ভেঙে
আমি যে চলে এসেছি বহুদূর;
ইচ্ছে করলেই পিছনে যেতে পারি না।
প্রয়োজনও বোধ করি না-
তবু মাঝে মধ্যে পিছনে ফিরে তাকায়।
সবই কেমন যেন কুয়াশাচ্ছন্ন লাগে;
এতটা চেনা বিষয়-
কেন এতটা অচেনা মনে হয়?