Skip to content

২৩শে জানুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

তবুও আমি অপেক্ষায় থাকি

তবুও আমি অপেক্ষায় থাকি

পথের ধুলোয় হেঁটে যাওয়া মানুষের পায়ের ছাপ  দেখে;

অভিমান রেখে তোমার ফিরে আসা হলো না জেনেও

বাইসাইকেলটা এখনো স্বপ্ন দ্যাখে নতুন প্যাডেলের।

 

শার্টের বোতামে আঙুলের ছোঁয়া

কপালের বুকে ঠোঁটের প্রাত্যহিক হিসেব নিকেশ

জৈষ্ঠ্যের ঝিরঝির বাতাসে নারকেল পাতার গলাগলি

রাস্তার ছায়ায় ঝাউ গাছের উজবুক হিংসা

বুকপাটা রোদে বিছানার উপর শুষ্কতার ছড়াছড়ি 

সব ছাপিয়ে শুধু বেঁচে আছে একবুক আহাজারি।

দরজায় কড়া নাড়ে পোস্টমাস্টার

হাপিত্যেশ কেড়ে নেয় সরল অংকের সমাধান

আমিও ভবঘুরে হই, অপেক্ষায় কাটে দিনমান;

ঠোঁটের কোণে সাগরের সফেন,ভিজে যাওয়া মাটি;

সারাদিনের লেনদেনে জমা থাকে

কিশোরের চঞ্চল বুকে দুরন্ত প্রেমের শুদ্ধ পরিপাটি।

 

নৈবেদ্য সাজিয়ে রাখি অভিমানের পরাজয় চেয়ে

বাঁচার আকুতি নিরর্থক মনে হয় একই পথ বেয়ে

আবীরে ঢেকে যায় আকাশ, সন্ধ্যায় সাজাই আরতি

ফিরে আসবেনা জানি, তবুও আমি অপেক্ষায় থাকি।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ