Skip to content

৬ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অভিশাপ

কিছু কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়
কখনও আলোর মুখ দেখে না
ছেঁড়া কাঁথায় শুয়ে আকাশ কুসুম
কল্পণা করা দিবাস্বপ্ন মাত্র।

 

যে স্বপ্নের কোনো ভিত্তি নেই
এহেন স্বপ্ন দেখে লাভ কি!
নুন আনতে যার পান্তা ফুরায়
তার আবার অযথাই দু:স্বপ্নের মাঝে বিচরণ

 

পিঁপিলিকার পাখা গজায় মরবার তরে
কারও কারও স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়
যেন অদৃশ্য আলেয়ার আলোর পেছনে
নিরন্তর ছুটে চলা

 

তবুও কোনও কোনও হতভাগা
স্বপ্নখেকো দানবের পেছনে অন্ধের মতো
দিচ্ছে আত্মাহুতি

 

যেন বা একঝাঁক পঙ্গপাল অনলে দিচ্ছে ঝাঁপ
গর্ভধারিণীর জরায়ু থেকে নিয়ে আসা
অক্ষমতাই যেন তাদের আজন্ম অভিশাপ।

 

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ