Skip to content

৪ঠা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাঝি

হাতে বৈঠা নিলেই কি মাঝি হওয়া যায়?
মাঝি হতে হলে জলের মন পড়তে হয়
শুনতে হয় জলের অতলের জমাট ব্যথার আর্তনাদ 
জহুরির মত চিনতে হয় ঢেউয়ের স্বরূপ
আবহাওয়ার হাবভাব বুঝতে হয়
চন্দ্রের সাথে জোয়ার ভাটাকেও বুঝতে হয়।

 

বৈঠা হাতে নিলেই কি মাঝি হওয়া যায়?
মাঝি হতে হলে বাতাসের সাথে সখ্যতা গড়তে হয়
পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ দিককে চিনতে হয়
জলে তুফান উঠলে মাঝিকে নির্ভীক যোদ্ধা হতে হয়
সাপের মত ঢেউগুলোকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার জ্যামিতিক সূত্র জানতে হয়; পারতে হয়।
ঘাটে প্রতীক্ষারত মানুষকে দেয়া প্রতিশ্রুতি রাখতে হয়।

 

আমি কি মাঝি হতে পেরেছি, প্রিয়তমা ?

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ