Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

২৫ মার্চ, ১৯৭১

শবের উপর কালো চাদর
শকুনেরা ঢুকে পড়েছে শহরে বন্দরে গ্রামে

 

লাশ খুঁটে খুঁটে খাবে
ডানার ঝাঁপটে ছিনিয়ে নেবে 
ছাত্র-শিক্ষক-বুদ্ধিজীবী -সাধারণ মানুষের লাশ

 

নিজের কবর খুঁড়তে খুঁড়তে বুলেটে ঝাঁঝরা শুয়ে পড়তে হবে
জীবন্ত অগ্নিদহন থেকে ফিরে আসতে চাইলে
 বুলেটবিদ্ধ, গণচিতায় শুয়ে পড়তে হবে
মগজের ফিতে টেনে টেনে আগুন ধরিয়ে যেন চকলেট বোম 

 

অন্ধকার সিঁড়িতে, ভারি বুটের শব্দ
লাথি মেরে দরজা ভেঙে, বন্দুকের বাট দিয়ে পিটিয়ে
নল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে খুন করা হবে
ভাতের থালায় বারুদ, হাড়িতে এখন বোমা

 

কেন তোমরা বাংলা ভাষায় কথা বলো
বাঙালি জাতিসত্তার জন্য লড়ো
ধর্মের ভিত্তিতে দেশ চাও না
তোমাদের জোড়ালো কণ্ঠ ওরা চায় না

 

মহান নেতা শেখ মুজিব বাড়ি ছেড়ে পালিয়ে যায় না
উন্নত শির বুক ফুলিয়ে ধরা দেয়
শুধুমাত্র তোমাদের বাঁচাবে বলে

 

গ্রামে গঞ্জে  ঢুকে পড়েছে ট্যাঙ্কার
কালো রাত পেরিয়ে ভোর,হবে নাতো আর
ফিনকি দিয়ে, ছিটকে ছিটকে পড়বে
রক্ত পুড়িয়ে ওরা ছিঁড়ে খুঁড়ে খাবে,  মনুষ্যত্বকে  জবাই করা, মানুষেরই  কাবাব

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ