সাদাকালো
সাদাকে যে সাদা বলে
সেই বেশি সৎ,
বদলোকে অযথাই
দেবে মতামত।
ভালো হলে সোজা পথে
চলাটাই ঠিক,
যার যেটা মনে চায়
সেটা বেচে নিক।
আন্দাজে পথ চলা
কভু ভালো নয়,
চেনাজানা হলে পথ
থাকে না তো ভয়।
ভালো মানুষের সাথে
সদা পথ চলি,
ছোট বড় সকলেরে
ভালো কথা বলি।
থাকি যেন চিরদিন
খাঁটি কিবা সৎ,
মালিকের কাছে আমি
চাই রহমত।