Skip to content

৫ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুটুম পাখির ছড়া

রাজার বাড়ির হাট্টিমাটিম
সোনার মোহর গুণে
প্রজার ঘরের কুটুম পাখি
সোনার গাছ বুনে।

 

ধীরে ধীরে গাছটি তাদের
অনেক বড় হয়
যত্নে যত্নে ফুলে ফলে
সোনার ফলন হয়।

 

হাট্টিমাটিম ঝগড়া করে
বাড়ি মাথায় তুলে
রাজার বাড়ির মোহর নাকি
কুটুম নিছে ভুলে।

 

রাজা তখন গাছটি দেখে
ঝাঁকা দেয় জোরে
ঝমঝমঝম মোহর পরে
উঠোন যায় ভরে।

 

তাইনা দেখে রাজা মশাই
অবাক হয়ে যায়
কুটুম পাখির গাছটি নিতে
হুকুম দিয়ে পাঠায়।

 

রাজার হুকুম সাধ্য কি
পায়ের তলে দলে 
রাগে দুঃখে কুটুম পাখি
আস্তে করে বলে।

 

দান পত্রটায় সই দিয়ে 
ফুরুৎ করে উড়ে
জোর করে যে আসলি নিতে
গরীব লোকের ঘরে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ