পাঁচটি কবিতা
জন্মদিন
এক একটা জন্মদিন
এক একটা মৃত্যুদিনও লেখে
শুধু কারো অক্ষর জ্বলজ্বল করে
কারো অক্ষর শুধুই দুঃখ লেখে।
গান
আমি কক্ষনো তোমার সঙ্গী হব না
আমার প্রতি তোমার নেই কোন টান
তুমি কি ঝড়ের কথা লেখো?
লেখো শুধু ছেঁড়া খোঁড়া ফতুয়ার গান।
মাটি
ভরেছি আকাশভর্তি শুধু মাটি
তোমার হনন ঘর বড় বিদঘুটে
কোথাও হয়নি রাখা সবুজ পরিবেশ
রাখেন কিছুই পরিপাটি!
পাথর
জমে জমে কত কথা
হয়ে ওঠে মায়াবি আতর
শ্যাওলার অতল থেকে উঠে আসে
বর্ণময় উপোসী পাথর!
এ শহরে
এ শহরে আমি নেই, তুমি নেই
নেই কোন দীর্ঘতর ভোর,
পোকারা দেহতত্ত্ব কুরে কুরে খায়
এলোমেলো এই ঘরদোর!