বাংলাদেশ
জনস্রোতে মিশে গেলে কণ্ঠস্বর
আচমকাই, সাতই মার্চের উদ্যান তর্জনী তুলে ধরেন
সমুদ্রও পাক খেয়ে ফিরে আসে
সিঁড়ি বেয়ে নেমে আসে আত্মার মহিমারা
যত বৃক্ষ পৃথিবীর, আর যত ডানার কোরাস
সবই বত্রিশ নম্বরের…!
শুদ্ধতার একটিই নাম জয় বাংলা
বাংলাদেশ মার্চের পবিত্র পতাকা