Skip to content

৭ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বর্ণময় 

জয়দেব,  তোমার পোশাকের রঙ নীল, মনের রঙ লাল,  শরীরের রং সাদা 
তুমি কবি, তুমি চিন্তাবিদ, তুমি প্রেমিক, অচেতনে মাতালদের দাদা

 

তোমার স্বপ্নের নাম হতাশা, তোমার স্বর্গের নাম ঘৃণা, বাস্তব রেলিংয়ে ঝোলানো 
রিক্ত গেরিলা, ভূখাতুর সিন্ডেরেলা,তার ছেঁড়া বেহালা, সর্বহারার পাশে এসে দাঁড়ানো

 

তুমি বুদ্ধিজীবীর ছাত্র, ব্যঙ্গ বিদ্রূপে জর্জরিত অপাত্র, চাটুকারিতা ধাঁচ নাই
তোমার দল আছে জাত নাই, ভাত আছে রাত নাই, কোন ছাঁচে যে বসায় ?'

 

মুষ্ঠিবদ্ধ হাত তবুও আবীর ওড়ানো আকাশের মতো,প্রত্যুষে
ব্যক্তি মানুষের কণ্ঠ সমবেত কোরাসে, যেভাবে দিগ্বিদিকে প্রকাশে

 

সবার দিকে বাড়িয়ে দেওয়া হাত, চলার পথে ভিন্ন ভিন্ন মত
বন্ধুত্বের কোন হয়না বিভাজন, মূল ফটকে আলোর পথে শপথ, 

 

এ এক নিদারুণ অধ্যবসায়, পায়ে পায়ে ধূলি,ওষ্ঠে ফোটা কলি, হাতে হাতে প্রেম 
অনাগত দিন, স্বপ্নে স্বাধীন, পুঁটলিতে লেনিন, চেগুয়েভারারের সাথে, বসে খাও শ্যাম্পেন 

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ