Skip to content

৭ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সন্ধ্যা নদীর ক্রোড়ে

সন্ধ্যা নদী ও সন্ধ্যা নদী,মনে আবার পড়ে যদি
ফিরে আসতে আমায় হবে

 

তার আগে লোহার সিন্দুকে প্রাণটাকে ভরে নিয়ে
একটু এদিক,একটু ওদিক,বিভুঁই ঘুরে আসি

 

পায়ের নিচে তাপ লাগছে বড়
ও বসুধা,এতো উত্তাপ কেন ধরো?

 

জলে যেমন সাঁতার কাটি, মেঘের বাঁকে বাঁকে হাঁটি
তেমন করে আমায় একটু,ভাসিয়ে নিতে না-পারো 

 

দুনিয়াজুড়ে চলছে ক্ষরণ, ছোট বড়োই ভাসছে মরণ
ঘুণ পোকাতে পাতা কাটে, খুন জখম, কালা কানুন কে আটকাবে

 

মেঘের যেমন রোদ ভরসা, কালো নিংড়ে আলোর আশা
বৃষ্টি ফোটায় ভালোবাসা, বাতাস ঠিক চমকাবে

 

সন্ধ্যা নদী ও সন্ধ্যা নদী, তোমার কোলে ফিরে যেতে
এতো বড়ো নয়, আবার আমায় ঠিক ছোটটিই হতে হবে

 

শঙ্খ বলে ডাকবে সবাই, উঠবো সেরে ভগ্নদশায়
ক্রীড়ায়,মগ্ন হতে পাকশীর ওই জন্মভূমির ক্রোড়ে

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ