Skip to content

৬ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাটি

এক টুকরো মাটি আমার দেশ 
এক টুকরো মাটি আমার মা 
মাটির মানুষেরা সব ভাই আমার 
মানুষের হৃদয়ে, রাগ -অনুরাগ, ভালোবাসা 

 

ভাইয়ের হাতে সুতো বান্ধি, বোনের জন্য  করি মানত 
ভালো রেখো প্রভু, দেশটারে  আমার, ইমারত 
ইট কাঠ পাথরে দালান, উঠছে, উঠুক 
মাটির ওপর, মাটির মানুষের হৃদয়-অটুট 

 

বন্ধন হোক দৃঢ়, ভাইয়ে ভাইয়ে, মায়ে পো'য়ে
মানুষে মানুষে, যেমন আকাশকে ভাগ 
করা যায় না কখনো, জলকে দু ভাগ 
একটুকরো মাটির দেশ, ধরিত্রী মায়ের সোহাগ।

 

প্রেমিকার আদর, বুক ভরা জল, সুখ ভরা 
শ্বাস, রন্ধ্রে রন্ধ্রে ধাবিত ভালোবাসার বিশ্বাস 
রক্তে রক্তে উদ্ভাসিত, মহাসমুদ্রের তুফান  
এক টুকরো মাটির দেশ, মাটি আমার বিশ্বমাতার জয়গান।

 

এক টুকরো মাটির আমি ভূমিপুত্র 
এক টুকরো মাটির আমি বিশ্বমানব 
মাটিতে বুনি বীজ, একদিন মহীরুহে পূর্ণ্য শ্লোক 
এ মাটির অন্ন বীজ, ক্ষুধিত পীড়িত, আমার ভাইবোন, সবার হোক।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ