Skip to content

৩রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তাড়না

মিছি মিছি প্রেম করতে করতে জীবন গড়িয়ে যায় ফুলকির মতো
ফুলের পাপড়ি এতো বর্ণিল, শিকড়ে এতো কাদা

আমরা কেউ, সত্যির ধারে কাছেও যেতে পারি না আগুনের
 

আমরা কেউ অবগুণ্ঠন খুলে, তুলে আনতে পারি না
জলে ভাসা রোদের কণা আর তরঙ্গের ভারসাম্য

 

পুড়ে হয়ে যাব ছাই, বারবার বলি, পুড়ে মরতে চাই
সূর্যমুখী যেভাবে মুখ করে রাখে আর পাতা শুকিয়ে কাতর

কিন্তু আমরা কেউ কোনোদিন পুড়ে মরতে পারি না
ভেতরে কুঁকড়ে কুঁকড়ে মরি বালিহাঁসের মতো
পরগাছার মতো আমরা কেউ জুড়ে জুড়ে থাকতে পারি না।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ