Skip to content

গাঁটছড়া বাধলেন লাক্স তারকা মিম 

লাক্স সুপারস্টার মিম মানতাশা। ২০১৮ সালে শুরু হয়েছিল  শোবিজের পথচলা। গত শুক্রবার দিবাগত রাতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। রাজধানীর সিক্স সিজনে তার বিয়ের  আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। 

শোবিজ অঙ্গনের কারো সাথে নয় বরং এই অভিনেত্রী গাঁটছড়া বেধেছেন একজন শিক্ষকের সঙ্গে । পাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন । 

মিম মানতাসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রী।  ২০১৮ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরার মুকুট অর্জন করেন তিনি।  এভাবেই শুরু হয় শোবিজ অঙ্গনের পথচলা। মডেলিং এবং অভিনয় দুটোতেই বেশ নামডাক আছে তার। কিন্তু পর্দায় নিয়মিত দেখা যায় না তাকে, তবে বিশেষ দিবসগুলোতে বিশেষ বিশেষ গল্প নিয়ে হাজির হন ঠিকই।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ