Skip to content

২৯শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১৩ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বসন্তে চুলের যত্ন!

ঋতুরাজ বসন্ত আসে শীত আর গরম মিশ্রত আবহাওয়া নিয়ে। তাই এই সময় শরীর, ত্বক ও চুলে বেশ কিছু সমস্যা দেখা দেয়। ত্বক হতে পারে শুষ্ক  আবার চুল হয়ে যেতে পারে রুক্ষ ও নির্জীব। এরমধ্যে চুলের সমস্যা দেখা দেয় প্রকট আকারে। রুক্ষ ও প্রাণহীন চুলে দেখা যায় আগা ফাটা, চুল পড়ার মতো সমস্যা। তাই সবার আগে এই বসন্তে দরকার চুলের যত্ন নেয়া। জেনে নিন বসন্তে চুলের পরিচর্যার কিছু সঠিক নিয়ম: 

 

 

প্রথমত চেষ্টা করুন চুলে যাতে বেশি ধুলা-ময়লা না পড়ে। এক্ষেত্রে প্রয়োজনে বাইরে বের হওয়ার সময় মাথায় স্কার্ফ ব্যবহার করতে পারেন। 

 

চুল নিয়মিত পরিষ্কার করতে হবে। কারণ গরমে মাথার ত্বক ঘামতে শুরু করে। এতে চুল স্যাঁতসেঁতে হয়ে পড়ে এবং দ্রুত ময়লা হয়ে যায়। এ সমস্যা থেকে রক্ষা পেতে নিয়মিত চুল পরিষ্কার রাখা জরুরি।

 

চুল পরিষ্কারের জন্য হেভি কোন শ্যাম্পু ব্যবহার না করাই ভালো। এতে চুল স্বাভাবিক তৈলাক্ততা হারাবে এবং আরও রুক্ষ হয়ে পড়বে।

 

যেহেতু শীতে কমবেশি সবার প্রধান সমস্যা থাকে খুশকি। তাই গরমের শুরুতেই খুশকি থেকে মুক্তি পেতে শ্যাম্পু করার আগে মাথার ত্বকে হালকা গরম তেল ম্যাসাজ করে নেবেন। মেথি ও লেবুর রসও খুশকি দূর করতে উপকারী।  

 

ভেজা চুল যত তাড়াতাড়ি সম্ভব ফ্যানের বাতাসে শুকিয়ে নিবেন। তবে অবশ্যই মনে রাখবেন হেয়ার ড্রায়ার ব্যবহার না করাই উত্তম।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ