বাঁশি-বেহালার সুরে ঢাকা রিজেন্সিতে ‘কাবাব কার্নিভাল’
সোমবার (১ মার্চ) থেকে শুরু হয়ে ঢাকা রিজেন্সির এই বিশেষ আয়োজন চলবে পুরো মার্চ মাসজুড়ে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কাবাব প্রেমীদের জন্য থাকবে এই বিশেষ আয়োজন। দারুণ সব অফারে এখানে থাকছে মজার মজার কাবাব ও সাইড ডিশ।
এখানে কাবাব প্রেমীরা উপভোগ করতে পারবে বিশেষ মূল্যে চিকেন বটি কাবাব, বিফ লোটা কাবাব এবং মাটন আদানা কাবাব। এছাড়াও থাকছে দুজনের জন্য অফার 'কাবাব-কম্বো'।
নিয়মিত অফারগুলোর পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনে অতিথিদের জন্য আরও থাকছে বাঙালীর ঐতিহ্যের বাহক বাঁশি বাদকের বাঁশির সুর ও বেহালার গম্ভীর লয়ে সন্ধ্যা কাটানোর সুযোগ।