নদীতে জল নয়, বইছে বালির স্রোত !
হয়তোবা একগাল হেসে বলছেন, ' এ আবার হয় নাকি?' তবে চলুন দ্বিধা দ্বন্দ্ব দূর করে পুরো বিষয়টা জানা যাক।
২০১৫ সালের ১৬ নভেম্বর। ইরাকের আবহাওয়া তখন উত্তাল। কয়েক সপ্তাহের ভারী বর্ষণে বন্যা হয়েছিল ইরাকে। সে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ইরাক, মিশর, ইসরায়েল, জর্ডান এবং সৌদি আরব। তখন সে দুর্যোগে প্রাণ হারিয়েছিল বহু মানুষ।
আবহাওয়ার এই অদ্ভুত আচারণ দেখতে না দেখতেই সাক্ষী হতে হল আরো এক অদ্ভুত ঘটনার।
মরুর বুক চিড়ে নদীর মতো বইতে থাকে বালি। দেখে মনে হয় এটা বালির কোনো নদী। যেখানে তীব্রবেগে বয়ে চলছে বালির স্রোত। সেই সময়কার একটা ভিডিও বেশ ভাইরাল হয়। এবং বিশ্ববাসী এর নাম দেয় বালির নদী।