Skip to content

৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

১৯-২০ দুদিনব্যাপী উই কালারফুল ফেস্ট

দেশীয় নারীদের উদ্যোক্তা সংগঠন উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর প্রতিবছরের নিয়মিত আয়োজন "উই কালারফুল ফেস্ট ২০২১" এবার পূর্বাচল ক্লাবে অনুষ্ঠিত হবে আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারী। 

 

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে এ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উই এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।

 

এসময় নাসিমা আক্তার নিশা বলেন, "এবারের উই কালারফুল ফেস্টের উদ্বোধন করতে সদয় সম্মতি দিয়েছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এমপি।  অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সম্মানীত তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি।"

 

অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম কে দৌরাইস্বামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উই এর উপদেষ্টা, সিল্কক গ্লোবাল লিমিটেডের প্রেসিডেন্ট ও সিইও সৌম্য বসু, উই এর এডভাইজর কবির সাকিব,  ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার এবং আয়োজনের কনভেনর নাসিমা আক্তার নিশা।"

 

উল্লেখ্য সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি এবং মন্ত্রী গোলাম দস্তগীর গাজী আরও দুটি পৃথক সেশনে উপস্থিত থাকবেন।

 

উই এর দুদিনব্যাপী আয়োজনে বেশ কয়েকটি প্যানেল ডিসকাশন অনুষ্টিত হবে, যেগুলোতে বিভিন্ন গুনীজন তাদের মতামত শেয়ার করবেন। এছাড়াও পূর্বাচল ক্লাবে উই এর উদ্যোক্তাদের মধ্যে অনেকের স্টল থাকবে যাতে করে দর্শনার্থীরা দেশীয় পণ্য সম্পর্কে আরো সরাসরি আলোচনা করতে পারেন।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ