ময়মনসিংহে সদাগর ডটকমের ট্রেড সেন্টার উদ্বোধন
জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন বি২বি মার্কেটপ্লেস সদাগর ডট কমের ময়মনসিংহ ট্রেড সেন্টারের (ময়মনসিংহ ব্রাঞ্চ) উদ্ভোধন হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারী) ময়মনসিংহ সদর শম্ভুগঞ্জ বাজারে বিকাল ৪টায় উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদাগর ডটকমের ফাউন্ডার ও সিইও আরিফ চৌধুরী, কো-ফাউন্ডার জাহিদ আলম শাহ এবং ডিরেক্টর মোঃ শাহ আলম সবুজ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহজাহান মনির, শম্ভুগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ফজলুল হক মন্ডল, শম্ভুগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির বর্তমান সভাপতি হাজী আব্দুল মান্নান এবং সদাগর ডট কমের ময়মনসিংহ অথোরাইজ ট্রেড সেন্টারের ওনার ও সিইও তরিকুল ইসলাম শুভ।
সদাগর ডট কমের সিইও আরিফ চৌধুরী বলেন, 'সদাগর ডট কম একটি অনলাইন হোলসেল মার্কেটপ্লেস; যা প্রস্তুতকারক, উৎপাদনকারী ও আমদানিকারকদের পণ্যের জন্য নতুন বাজার সম্প্রসারণ করে নতুন হাজারো ক্রেতা খুঁজে আনবে, ব্যবসার পরিধি বাড়াবে এবং বাজারজাতকরণের খরচ কমিয়ে আনবে, পাবে ন্যায্য মূল্য। ছোট, মাঝারি, বড়-সব ধরনের দেশীয় প্রস্তুতকারক, উৎপাদক, আমদানিকারক এবং পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান যারা আছেন; তারা এই অনলাইন-ভিত্তিক পাইকারি বাজার সদাগর ডট কমের সঙ্গে যুক্ত হয়ে খুব সহজেই সারা দেশে ছড়িয়ে দিতে পারবেন নিজেদের পণ্য ও সেবা।' কো-ফাউন্ডার জাহিদ আলম শাহ বলেন, 'আমাদের প্লাটফর্মে প্রায় ৩৫০০ এর বেশি বড়, মাঝারি ও ক্ষুদ্র প্রতিষ্ঠান ও ব্যবসায়ী যুক্ত আছেন যারা প্রতিনিয়ত তাদের পণ্য সদাগর ডট কমের মাধ্যমে কেনা-বেচা করেন। এছাড়াও তারা সরাসরি দেশ ও দেশের বাইরে থেকে সদাগর ডট কমের মাধ্যমে পণ্য সোর্সিং করেন পারেন।'
শম্ভুগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আব্দুল মান্নান বলেন, 'সদাগর ডট কমের মত অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানগুলো করোনার গুরুতর সময়ে অসাধারণ দক্ষতার সাথে সাধারণ মানুষের কাছে পণ্য ও সেবা পৌঁছে দিয়েছে এবং মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি আহ্বান জানান, সদাগর ডট কম যাতে করে গ্রাম পর্যায়ের ব্যবসায়ীদের কথা ভেবে মোবাইল এপ্স ও ওয়েবসাইটে বাংলা ভার্সন চালু করে।'
ডিরেক্টর শাহ আলম শাহ বলেন, করোনা পান্ডামিক সময়ে যখন পুরো বিশ্বের ব্যবসা বাণিজ্য স্থিবর ছিল তখন আমরা বিদেশি বায়ার এর অর্ডার প্রসেস করে তৈরি পোশাক রপ্তানি করেছি।
অনুষ্ঠানের শেষদিকে প্রশ্নোত্তর পর্বে সদাগর ডট কমের সিইও আরিফ চৌধুরী বলেন, 'ওয়েবসাইটে আমাদের পণ্যের ছবি দেখে কেউ অর্ডার করার পর যদি ছবির সাথে পণ্যের মিল না পায় তাহলে তার সকল পেমেন্ট ফেরত দিতে সদাগর ডট কম বদ্ধ-পরিকর।'