তমা রশিদের বই “কর্পোরেট হিরো” প্রি অর্ডারে

প্রফেশনাল জীবনে আমরা সবাই হতে চাই হিরো , কর্পোরেট হিরো | কর্পোরেট হিরো কেবল নাম না সোশ্যাল রিকগনিশন | ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তমা রশিদ অনেক গুলো মার্কেটিংয়ের উপর বই ও লেখালেখি পড়ে বাংলায় নিজের ভাষায় গুছিয়ে ও বিভিন্ন কোম্পানির উদাহরণ দিয়ে লিখেছেন "কর্পোরেট হিরো" নামের বইটি |
লেখক গণমাধ্যমে কাজ করার সময় অনেক মানুষের কাছ থেকে শুনেছেন, ইংরেজি বই তারা পড়তে পারে না বই গুলো পাওয়া যায়না বা পড়তে কষ্ট হয়।আবার বইগুলোর উদাহরণ গুলো বাস্তবে মিলাতে পারে না।
সে থেকে লেখক চেষ্টা করেছে নিজ দেশে আছে এমন কোম্পানি গুলো দৃশ্যমান উদাহরণ নিয়ে বোঝানোর। বইটি সেলফ হেল্প মূলক বই।যেসকল শিক্ষার্থীরা ক্যারিয়ার নিয়ে সচেতন তাদের এই বইটি কাজে আসবে, বইটিতে আছে বেসিক মার্কেটিং কনটেন্ট , যা সবার জীবনে প্রয়োগ করা প্রয়োজন। বইটি প্রকাশিত হয়েছে অন্বেষা প্রকাশনী থেকে।লেখক সম্পর্কে আরো জানতে ভিজিট করুন : facebook.com/rjtama98