আসছে বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ওয়ান্ডার ওম্যান থ্রি’
পেটি জেনকিন্স এর তৈরী সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত সিনেমা ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ মুক্তি পেয়েছে এ বছরে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সিনেমা হলে মুক্তি পেলো চলতি বছরে।
গ্যাল গ্যাডটের অসাধারণ অভিনয় এরইমধ্যে দর্শকের মনে দাগ কেটেছে। সিনেমাপ্রেমীদের কাছে প্রশংসিত হচ্ছে সিনেমাটি। তবে ‘ওয়ান্ডার ওম্যান’ ভক্তদের জন্য আরো একটি সুখবর হলো খুব দ্রুতই তারা পেতে যাচ্ছে ডিসি ফ্র্যাঞ্চাইজির এই সিনেমার নতুন কিস্তি। আর এই সিক্যুয়েলেও কেন্দ্রীয় চরিত্রে দেখা মিলবে ইজরায়েলি সুন্দরী গ্যাল গ্যাডটের
চলচ্চিত্রটি চিত্রনাট্য ও পরিচালনা করবেন পেটি জেনকিন্স। ভক্তদের অনেক প্রত্যাশা জড়িয়ে আছে এই চলচ্চিত্রের সাথে।