রাইডশেয়ারিং কোম্পানী সুইসের “রোড শো” অনুষ্ঠিত
ডিজিটাল বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ রেখে রাইডার্স, ড্রাইভার এবং শহরের সুবিধার জন্য প্রযুক্তি ভিত্তিক অ্যাপ SWISH এর জনপ্রিয়তা সার্ভিস ও কম ভাড়ার কারণে দ্রুত প্রসারিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিজয় দিবসকে কেন্দ্র করে ১৪,১৫,১৬ই ডিসেম্বর তিনদিনব্যাপী রোড শো এর মাধ্যমে প্রচারে এসেছে প্রতিষ্ঠানটি ভিন্নভাবে।সুইস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আমিরা মোহাম্মাদ আলী বলেন, "তিনদিনে আমরা নগরবাসীর কাছে আমাদের নানা তথ্য দিতে চেষ্টা করেছি। আমরা তিনদিনে ঢাকাবাসীকে জানাতে চেয়েছি এ্যাপ ব্যবহার করে আপনারা ঢাকা থেকে দেশের যেকোনো প্রান্তে যেতে পারেন যখন তখন Swish এর মাধ্যমে।"
সুইসের প্রধান নির্বাহী আতিক হায়দার প্রীতম বলেন, "আমরা এই ডিজিটাল বাংলাদেশ সম্ভাবনায় অবদান রাখতে আগ্রহী এবং নাগরিক ও পর্যটকরা আমাদের স্বাগত জানাবে বলে আমরা আশাবাদী।" নগরবাসীর আশাবাদ এই উদ্বোধনের মাধ্যমে, নাগরিক ও পর্যটক উভয়েরই একটি নির্ভরযোগ্য এবং অর্থনৈতিক ভ্রমণের সমাধান হবে।রাইডাররা এখন SWISH অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ট্রীপ পরিষেবা বুক করতে পারবেন। টেকনাফ থেকে তেতুলিয়া অবধি SWISH-এর সাথে বাংলাদেশের সকল জায়গায় রাইড শোয়ারিং সার্ভিস ব্যবহার করা যাচ্ছে। সুইসের এ্যাপ এবং ওয়েবসাইটে গিয়ে ট্রিপ বুক করা যাবে যখন তখন।