অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএফএস-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উৎসব
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) শ্রীমঙ্গল শাখার সভাপতি ডা. হরিপদ রায়।
উৎসবে সংস্কৃতি ও চলচ্চিত্র নির্মাণ শিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রীমঙ্গল চলচ্চিত্র সংসদ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে দু’জন চলচ্চিত্র নির্মাতাকে। তারা হলেন ,বাংলাদেশ ডকুমেন্টারি কাউন্সিল ও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এবং লেখক, নির্মাতা ও সংগঠক মৃদুল মামুন ও চ্যানেল এসের নির্বাহী পরিচালক (বিডি) এবং লেখক, নির্মাতা ও সংগঠক গোবিন্দ রায় সুমন।
আয়োজনের রেডিও পার্টনার হিসেবে রয়েছে বাংলা রেডিও ৯৫.২ এফএম ও রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফএম। অনলাইন রেডিও পার্টনার হিসেবে রয়েছে রেডিও কার্নিভাল। ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে পাক্ষিক অনন্যা। ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো- কিআ। হসপিটালিটি পার্টনার হিসেবে রয়েছে গ্রিন লিফ গেস্ট হাউজ, শ্রীমঙ্গল।