কারকুমা সুপার ফুডে হবে মাসিক ব্যথার উপশম
প্রতিমাসে নারীদের পিরিয়ড চলাকালীন সময়ে পেটের ব্যথা অনুভূত হয়। যা কারো সহনশক্তির মধ্যে থাকে আবার কারো মাত্রাতিরিক্ত হয়। তবে এই সমস্যার তেমন কোনো সমাধান এতদিন ছিলো না। অনেকে ব্যথানাশক ওষুধ সেবন করেন। যা কিনা সাইড অ্যাফেক্টও থাকে। তবে এবার পুষ্টিবিদেরা দাবি করছেন তারা নতুন সম্ভাবনা দেখছেন 'কারকুমা সুপার ফুডে'।
পিরিয়ড চলাকালীন এই ব্যথা প্রশমনে কারকুমা ফুড হবে কার্যকরী। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে এক গবেষণা প্রতিবেদনের ফল উন্মোচন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
গবেষণায় দেখা যায় এই ফাংশনাল ফুডটি যেমন মাসিক ব্যথা উপশমে কাজ করবে তেমনি এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।
নারী স্বাস্থ্য রক্ষায় এই ফুডটি একটি নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদী গবেষকরা।
এ নিয়ে দীর্ঘদিন ধরে দেশে ও বিদেশে অর্গানিক নিউট্রিশন লিমিটেড গবেষণা চালিয়ে যাচ্ছে। এমনকি বাংলাদেশেও সাধারণ মানুষের মধ্যে ফাংশনাল ফুডের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি নিয়েও কাজ করে যাচ্ছেন।